28 C
আবহাওয়া
৫:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে এলাকাবাসী-শ্রমিক সংঘর্ষ, কারখানায় আগুন

গাজীপুরে এলাকাবাসী-শ্রমিক সংঘর্ষ, কারখানায় আগুন


বিএনএ গাজীপুর : গাজীপুরের  জিরানী বাজার এলাকায় এলাকাবাসী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।  এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা পাশের আরেকটি কারখানায় আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে ৮টায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের হাজারো শ্রমিক চন্দ্রা-নবীনগর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এই অবরোধের ফলে পাশের ডরিং নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা ডরিং কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়কে অবস্থান নেন। এক পর্যায়ে শ্রমিকরা দোকানপাটে হামলার চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসীরা তাদের ধাওয়া দেয়। এতে এলাকাবাসীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।

এ ঘটনায় শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে মহাসড়কে অবস্থান নেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা জিরানী এলাকার এমাজন নামের একটি গেঞ্জি কারখানায় আগুন ধরিয়ে দেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ