24 C
আবহাওয়া
২:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে শিশু ধর্ষণের ঘটনায় আসামি পুতু গ্রেপ্তার

বান্দরবানে শিশু ধর্ষণের ঘটনায় আসামি পুতু গ্রেপ্তার

বান্দরবানে শিশু ধর্ষণের ঘটনায় আসামি পুতু গ্রেপ্তার

বিএনএ, বান্দরবান: বান্দরবানের লামায় শিশু ধর্ষণের ঘটনায় করা মামলার পলাতক আসামি মো. শাহিন ওরফে পুতুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় চান্দগাঁও থানার ফরিদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন লামার হরিণখাইয়া এলাকার মো. বাবুলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি জানান, ২০২২ সালের ১৯ ডিসেম্বর শিশুদের বাড়িতে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে গোসলাখানায় নিয়ে ধর্ষণ করে শাহিন নামে একব্যক্তি। পরে শিশুদের পরিবার বাড়িতে এলে বিষয়টি তারা বাবা-মাকে জানায়। এ ঘটনায় শাহীনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। এরপর থেকে শাহীন পলাতক ছিল।

আরও পড়ুন: ৫৮ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চান্দগাঁও থানার ফরিদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি শাহীনকে গ্রেপ্তার করা হয়। সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন নগরীর বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। গ্রেপ্তার আসামিকে লামা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ