বিএনএ, যশোর: যশোরের বেনাপোলে স্বর্ণ কেলেঙ্কারীর ঘটনায় অপহৃত ওমর ফারুক ওরফে সুমন (২৬) কে হত্যায় জড়িত ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টার সময় ঢাকার কোতয়ালী থানার শাখারী বাজার এলাকায় ডিবি’র এসআই মুরাদ হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনায় জড়িত ৩ জন ও হত্যার ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাস’সহ তাদেরকে আটক করে।
আটককৃত আসামীরা হলেন, ডালিম কুমার দাস (৩৩), অঞ্জন নিয়োগি (৪৯), রিয়াজ হোসেন (৩৮)।
যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণ চোরাকারবারীদের ২৫ টি বার অনুমান ৩ কেজি স্বর্ণ খোয়া যাওয়ায় স্বর্ণ চোরাকারবারী চক্রের হোতা বেনাপোল পৌর কমিশনার কামাল গং ভিকটিম সুমনকে সন্দেহজনক আটক করে মারধর করে। তাদের অপচেষ্টায় স্বর্ণ না পেয়ে তাকে হত্যা করে এবং মরদেহ মাগুরা সদর থানাধীন রামনগর এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর স্বর্ণ চোরাকারবারী চক্রের হোতা কামাল গং কর্তৃক বেনাপোল থেকে ওমর ফারুক ওরফে সুমনকে অপহরণ পূর্বক হত্যার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় মাঠে নামে যশোর জেলা গোয়েন্দা শাখায় ডিবি।
বিএনএনিউজ/ মো. সোহাগ হোসেন/এইচ.এম।