15 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশ থেকে কর্মী নিতে বাহরাইনকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

বাংলাদেশ থেকে কর্মী নিতে বাহরাইনকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

বাংলাদেশ থেকে কর্মী নিতে বাহরাইনকে অনুরোধ

বিএনএ, ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তি খাতের জনবলসহ অন্যান্য বিষয়ে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগের জন্য বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন । শুক্রবার (১৮ নভেম্বর) বাহরাইনের মানামায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল-জায়ানির সঙ্গে বৈঠককালে এ অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রতিনিধিদলের সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশ সফরের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাহরাইনে বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান।

দুই পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস ভবন নির্মাণের জন্য জমি বিনিময়ের বিষয়েও আলোচনা করেন। এছাড়া, মানামায় বাংলাদেশ কমিউনিটি স্কুলের বিষয়ে সহযোগিতার জন্য বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান ড. মোমেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাহরাইন সফর করছেন।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ