25 C
আবহাওয়া
৭:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ইরাকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

ইরাকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

ইরাকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

বিএনএ,বিশ্বডেস্ক : ইরাকের সুলাইমানিয়া শহরের একটি আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ১৫ জন নিহত হয়েছে এ দুঘর্টনায় আহত হয় আরও ১৩ জন।

শুক্রবার (১৮ নভেম্বর) সুলাইমানিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতদের খুঁজে বের করার জন্য ১৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার একটি বাড়ির ছাদে বসানো রান্নার গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এই দুঘর্টনা ঘটে। এতে অন্তত তিনটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়াও অন্তত পাঁচটি গাড়ি ধ্বংস হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই দুর্ঘটনায় শুক্রবার সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবুবাকার তিন দিনের শোক ঘোষণা করেন।

গত মাসেও ইরাকের রাজধানী বাগদাদে দুর্ঘটনাক্রমে গ্যাস পরিবহনকারী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে নয় জন নিহত এবং ১৩ জন আহত হয়।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ