36 C
আবহাওয়া
১:১৮ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটে বিএনপির সমাবেশ; ১৯ জায়গায় পুলিশের চেকপোস্ট

সিলেটে বিএনপির সমাবেশ; ১৯ জায়গায় পুলিশের চেকপোস্ট

সিলেটে বিএনপির সমাবেশ

বিএনএ ডেস্ক: সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ কেন্দ্র করে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে নগরীর প্রবেশপথসহ ১৯টি স্থানে থাকছে পুলিশের চেকপোস্ট।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, ‘সমাবেশ কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। শনিবার সমাবেশের দিন সাদা পোশাকসহ নয় শতাধিক পুলিশ থাকবে সিলেট নগরীতে। চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি মোবইল টিম থাকবে।”

শনিবার নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে। ইতোমধ্যে মাঠে মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।

বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে দলটি আট বিভাগ ও দুই সাংগঠনিক বিভাগে সমাবেশ করছে। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে (সাংগঠনিক বিভাগ) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ ছাড়া আর সব সমাবেশের সময় পরিবহন ধর্মঘট ডাকা হয়। ময়মনসিংহে ধর্মঘট না থাকলেও যান চলাচল করেনি। সিলেটের সমাবেশের আগে বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে ধর্মঘট ডাকা হয়েছে। ইতোমধ্যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি নেতাকর্মীদের ঢল নামতে শুরু করেছে। 

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ