19.5 C
আবহাওয়া
৬:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জয়পুরহাটে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্য নিহত

জয়পুরহাটে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্য নিহত

জয়পুরহাটে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্য নিহত

 

বিএনএ ডেস্ক: জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ৩৫ বছর বয়সী নেপাল দাসকে গুলিবিদ্ধ অবস্থায় জেলা আধুনিক হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নেপাল দাস জয়পুরহাট ২০ বিজিবি ক্যাম্পের সদস্য বলে জানান, পাঁচবিবির বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার তোফাজ্জল।

বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে বিজিবি সদস্য নেপাল দাসকে ভর্তি দেখানো হয়। সেখানে ১৯৫ নম্বর রেজিস্ট্রারে নেপাল দাস নামে জয়পুরহাট ২০ নম্বর বিজিবি ক্যাম্পের সদস্য হিসেবে লিপিবদ্ধ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধের খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। নিহত বিজিবি সদস্যের পোশাক রক্তাক্ত ছিল। তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাঁর বুকে গুলির দাগ রয়েছে।

শুক্রবার সকালে লাশের ময়নাতদন্ত শেষে বিজিবি সদস্যেরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ বিজিবি ক্যাম্পে নিয়ে যান। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্ববধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, ‘লাশের ময়নাতদন্ত করা হয়েছে। তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।’

জয়পুরহাট ২০ বিজিবি পাঁচবিবির বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার তোফাজ্জল বলেন, ‘নিহত নেপাল দাস পাঁচবিবির বিশেষ ক্যাম্পের অধীনে কর্মরত ছিলেন। এর বাইরে কিছুই বলতে অপারগতা প্রকাশ করেন। নিহত নেপাল দাস ফরিদপুরের মধুখালী মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ