বিএনএ ডেস্ক: নারায়ণগঞ্জের চনপাড়া বস্তির ‘মাদক সম্রাট’ ও স্থানীয় ইউপি মেম্বার মো. বজলুর রহমানকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৮ নভেম্বর) র্যাব-১ এর অধিনায়ক কর্নেল আব্দুল্লাহ আল-মোমেন এ তথ্য নিশ্চিত করেন। বলেন, শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ সেপ্টেম্বর র্যাব সদস্যদের অ্যাসল্ট ও হত্যাচেষ্টা মামলায় বজলুকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যার সাথে তার কোন যোগসূত্র আছে কিনা সে বিষয়ে এখনও কিছু নিশ্চিত করে নি র্যাব।
ফারদিন হত্যার ঘটনায় তার বাবা যে মামলা করেছেন, তাতে বজলুরের নাম ছিল না, তবে অজ্ঞতানামা বেশ কয়েকজনকে আসামি করেন তিনি।
র্যাবের সন্দেহ, ফারদিনকে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স সন্দেহে রূপগঞ্জের চনপাড়া বস্তি এলাকায় পিটিয়ে হত্যা করা হয়েছে। গত ৪ নভেম্বর গভীর রাতে এ ঘটনার পর একটি প্রাইভেট কারে করে তার মরদেহ সরিয়ে নিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়।
চনপাড়া বস্তিতে মাদক কারবার অনেকটা ওপেন সিক্রেটের মতো। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার বজলুর রহমান এই কারবারের নিয়ন্ত্রকদের একজন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বস্তির অপরাধীদের নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিএনএ/এ আর