19 C
আবহাওয়া
৩:৩৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নেত্রকোনার ভারতীয় সীমান্ত এলাকায় বন্য হাতির মৃত্যু

নেত্রকোনার ভারতীয় সীমান্ত এলাকায় বন্য হাতির মৃত্যু

নেত্রকোনার ভারতীয় সীমান্ত এলাকায় বন্য হাতির মৃত্যু

বিএনএ, নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় একটি বন্যহাতির মরদেহ পাওয়া গেছে।  শুক্রবার (১৮ নভেম্বর) সকালে ওই উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা রংছাতি ইউনিয়নের বেদগড়া এলাকার একটি ক্ষেতে হাতিটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে বেদগড়া এলাকায় একটি ধান ক্ষেতে হাতিটিকে মরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে আইন শৃংখলা রক্ষার জন্য ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। বন ও প্রাণী সম্পদ বিভাগের লোকজন ঘটনাস্থলে এসেছেন। এখনো পর্যন্ত হাতিটি মারা যাওয়ার কারণ জানা যায় নাই।

জানা যায়, প্রতিবছর আমন মৌসুমে ওপাড়ের ভারতীয় পাহাড় থেকে বণ্যহাতির দল এসে ক্ষেতের ফসল বিনষ্ট করে। ফসল রক্ষা করতে গিয়ে গত ১৩ নভেম্বর রাতে এই বেদগড়া এলাকায় বণ্যহাতির আক্রমণে নূরুল ইসলাম (৩৮) নামে এক কৃষক মারা যান। তিনি এলাকার সন্যাসিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

বিএনএনিউজ/ফেরদৌস আহমাদ বাবুল/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ