বিএনএ গোপালগঞ্জ: গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের পেছনে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা সদরের গোপীনাথপুর উত্তরপাড়া বাংলাদেশ কৃষি পরমাণু ইনস্টিটিউট (বিনা) উপ-কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বাসের সুপারভাইজার আশিকুজ্জামান (২৬) ও ট্রাকচালক সোহাগ (৩০)। বাকি এক জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, যাত্রী নিয়ে ইমাদ পরিবহনের একটি বাস ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। গোপীনাথপুর উত্তর পাড়া মহাসড়কে বাসটিকে বালু বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ