26 C
আবহাওয়া
৩:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » শহীদ রায়হান এর ‘মনোলোক’র মহরত

শহীদ রায়হান এর ‘মনোলোক’র মহরত

‘মনোলোক’র মহরত

বিনোদন ডেস্ক:  স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীনতা-উত্তর রাজনৈতিক প্রবাহ, স্বাধীনতার পক্ষ-বিপক্ষ, বিরাজমান মতবিরোধ এবং রাজনৈতিক জীবনে যেসব রাজনৈতিক নেতারা তার প্রতিফলন ঘটিয়েছিলেন, তাদের অবচেতন মনের অব্যক্ত চেতনা ও দর্শন বাস্তবে দাঁড় করানোর সিনেমা ‘মনোলোক’।

বুধবার (১৭ নভেম্বর) শুভ মহরতের মাধ্যমে সিনেমাটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করল । এটি পরিচালনা করছেন শহীদ রায়হান। আর প্রযোজনা করেছেন হাফিজ আলম বক্স। সিনেমাটি হবে দেশবাসীর হৃদয়ে স্বাধীনতার দীর্ঘ লালিত স্বপ্ন, বাংলাদেশ ও এর বিরোধিতার দর্পণে নতুন করে অবলোকনের এক বিরল ও বিমূর্ত দার্শনিক যুদ্ধের বুদ্ধিবৃত্তিক রণক্ষেত্র।
No description available.
মাত্র এক টাকা সম্মানিতে ‘মনোলোক’ নামের এই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন নিপুণ।নামমাত্র সম্মানীতে সিনেমায় অভিনয় প্রসঙ্গে নিপুণ বলেন, “এখানে আমি যার চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আমি থাকব না, কিন্তু এই সিনেমাটি সারাজীবন থেকে যাবে। সিনেমাটির প্রতি সম্মান জানিয়েই মূলত আমি কোনো সম্মানী নিতে চাইনি। কিন্তু তারা বলল, চুক্তিপত্রের জন্য কিছু হলেও নিতে হবে। তখন আমি বললাম, ঠিক আছে আমাকে তাহলে এক টাকা দিন।” এক টাকায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে নির্মাতা শহীদ রায়হান বলেন, “নিপুণ একজন পেশাদার অভিনেত্রী। আমি অবাক হলাম সেই মানুষটির এই রূপ থেকে। শুধুমাত্র ছবিটির পাণ্ডুলিপি আর আমাদের পরিকল্পনার কথা শুনেই তিনি এতে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করলেন। তাই নয়, তিনি স্বেচ্ছায় মাত্র এক টাকার বিনিময়ে আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। একজন পরিচালক হিসাবে এটা যে কি পরিমাণের সম্মান ও উৎসাহের বিষয়, সেটি বলে বুঝাতে পারবো না। নিপুণের এই ঘটনাটি উদাহরণ হয়ে থাকবে।”

No description available.

নির্মাতা শহীদ রায়হান বলেন, ‘মনোলোক রুপালি পর্দার বাইরে বাস্তবের সাদাকালো জগতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণমানুষের মনোজগতে এক দুর্ভেদ্য মানসিক সুরক্ষাবলয় নির্মাণে এবং জাতীয় জীবনে শত্রু-মিত্র নির্ণয়ে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।’

মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রাক্তন সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, ফজলুর রহমান বাবু, দিপা খন্দকার, সমু চৌধুরী, এম এ বারী, এ কে আজাদ সেতু, জয়িতা মহালনবিশ, নেয়াজ তারেক মাসুদ মহিউদ্দিন, আশরাফুল আশীষ, আরিয়ান।

নির্মাতা শহীদ রায়হান আরও জানান, ২১ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত একটানা ছবিটির শুটিং হবে ঢাকার বিভিন্ন লোকেশনে। আর এটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মহান স্বাধীনতা দিবসে(২৬ মার্চ)।

বিএনএনিউজ,রিপন রহমান খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ