16 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » ঢাবি গ্র্যাজুয়েট অফিসার্স ফোরাম: সভাপতি মোস্তাফিজ, সম্পাদক মঞ্জুর

ঢাবি গ্র্যাজুয়েট অফিসার্স ফোরাম: সভাপতি মোস্তাফিজ, সম্পাদক মঞ্জুর

ঢাবি গ্র্যাজুয়েট অফিসার্স ফোরাম

বিএনএনিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট অফিসার্স ফোরাম’ যাত্রা শুরু করেছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ও আইন বিভাগের ১৩তম ব্যাচের সাবেক গ্র্যাজুয়েট মোস্তাফিজুর রহমানকে সভাপতি এবং উপাচার্য অফিসের সহকারী রেজিস্ট্রার ও ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক গ্র্যাজুয়েট মঞ্জুর হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

এই কার্যকরী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।কমিটিতে সহসভাপতি হয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ডেপুটি রেজিস্ট্রার একেএম আমজাদ হোসেন (শিশির), উপাচার্য অফিসের ডেপুটি রেজিস্ট্রার ও সচিব সরোজ কুমার সরকার এবং কোষাধ্যক্ষ অফিসের প্রিন্সিপাল স্টোর অফিসার মুহাম্মদ রুহুল আমিন।

যুগ্ম সম্পাদক হয়েছেন রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-৮) সালমা বিনতে হক এবং ঢাবি গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরিয়ান মিঞা হাসান জামিল শিশির। কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৩) রাজিব মাহমুদ সামিম পারভেজ এবং শিক্ষা, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক রেজিস্ট্রার অফিসের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন-৩) আরাফাত হোসেন।

এ ছাড়া সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী লাইব্রেরিয়ান ইউসুফ আলী সাংগঠনিক সম্পাদক, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তৈয়ব আলী আইন সম্পাদক, শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক হাবিবুর রহমান (পাপ্পু) ক্রীড়া সম্পাদক, জনসংযোগ অফিসের সেকশন অফিসার (রিপোর্টিং) শুভাশীষ রঞ্জন সরকার প্রচার ও প্রকাশনা সম্পাদক, ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মোহাম্মদ মিজানুর রহমান দপ্তর সম্পাদক, হিসাব পরিচালকের অফিসের সহকারী হিসাব পরিচালক এসএম শফি উদ্দিন মিয়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং ঢাবি গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক খায়রুল ইসলাম আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন।

আর আর খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ
দেশে বিনিয়োগের আহবান জানাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মেয়র শাহাদাত