31 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - মে ২১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৭ স্তরের নিরাপত্তা বলয়ে থাকবে ক্রিকেট দল

চট্টগ্রামে ৭ স্তরের নিরাপত্তা বলয়ে থাকবে ক্রিকেট দল

চট্টগ্রামে ৭ স্তরের নিরাপত্তা বলয়ে থাকবে ক্রিকেট দল

বিএনএ,চট্টগ্রাম : বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলকে ৭ স্তরের নিরাপত্তা দেওয়া হবে বলে জানিছেনে চট্টগ্রাম  মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে নগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল হোটেলে অবস্থানকালে চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউতে ৩ স্তরের নিরাপত্তা এবং জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়ামে দেওয়া হবে ৪ স্তরের নিরাপত্তা। ৭ স্তরের নিরাপত্তা বলয়ে থাকবে সব মিলিয়ে ৯০০ পুলিশ সদস্য।

নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে সড়ক পথে এস্কর্ট প্রধান, বিমান বন্দরে নিরাপত্তা, খেলোয়াড় গমনাগমনে নিরাপত্তা ডিউটি, হোটেল কেন্দ্রীক নিরাপত্তা, স্টেডিয়াম কেন্দ্রীক নিরাপত্তা, অনুশীলন ডিউটি, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স। এতে কুইক রেসপন্স টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করবে বলে তিনি জানান।

২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে হবে বাংলাদেশ -পাকিস্তান দলের মধ্যকার প্রথম টেস্ট।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ