23 C
আবহাওয়া
১১:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


বিএনএ ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আক্কাস আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ইসলামপুর সীমান্তের মেইন ৪৪৬-এর রেফারেন্স পিলার (৪-আর) বরাবর এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের মো. আব্দুল সামাদের ছেলে। তিনি স্থানীয় শালবাহান হাটে গরুর ব্যবসার সাথে জড়িত ছিলেন।

পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, শেষ রাতে বিএসএফের কয়েক রাউন্ড গুলি ছোঁড়ার শব্দ শোনা গেছে। সকালে সীমান্তের ওপারে একজন নিহতের কথা শুনেছি।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ইসলাম এলাকার সীমান্তের ওপারে একজন চোরাকারবারি নিহত হয়েছেন এবং ভারতীয় বিএসএফ মরদেহ নিয়ে গেছে শুনেছি।

পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জুবায়ের রহমান মোবাইল ফোনে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ