19 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‍দুই হাজতির মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মিজানুর রহমান পলাশ (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে এলে ওই বন্দির মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে বন্দী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা ও মামলার বিবরণ জানা যায়নি। তার বাবার নাম ওয়াজ উদ্দিন।

বিএনএ নিউজ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ