বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলার তাজনিমার খোলা ক্যাম্পে ধারালো ছুরি ও গুলি করে সৈয়দ হোসেন নামের এক রোহিঙ্গা যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাজনিমারখোলার ১৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত হাফেজ সৈয়দ হোসেন (৩২) তাজনিমারখোলা ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্যাম্প-১৯ এলাকার ব্লক-এ/১০ এর একটি দোকানের সামনে ৫ থেকে ৬ জনের একটি দুষ্কৃতিকারী দল সৈয়দ হোসেনের উপর আকস্মিকভাবে হামলা করে। দুষ্কৃতিকারীরা সৈয়দ হোসেনকে গলায় ধারালো ছুরি দিয়ে কেটে এবং গুলি করে মারাত্মক জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সৈয়দ হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, কিছু দুষ্কৃতিকারী এর আগে তার বাবা জমিল হোসেনকে খুন করে। ওই খুনের মামলার আসামিদের গ্রেফতারের জন্য সৈয়দ হোসেন তৎপর ছিল। সেই আক্রোশে দুষ্কৃতিকারীরা তাকে খুন করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 19