15 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে ১৮৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ময়মনসিংহে ১৮৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ময়মনসিংহে ১৮৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বিএনএ, ময়মনসিংহ:  দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ময়মনসিংহের তিন উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসাবে ১৮৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।রোববার (১৭ অক্টোবর) ফুলবাড়িয়া, হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলার ৩০ ইউনিয়নে ১৮৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান।

তিনি বলেন, তিন উপজেলার ৩০ ইউনিয়ন পরিষদে ১৮৩ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৯৯ জন ও সাধারণ সদস্য পদে ১১৫৯ জন জন প্রার্থী মনোয়নন দাখিল করেছেন।

জেলা নির্বাচন অফিস সুত্র জানায়, জেলার ফুলবাড়িয়া উপজেলার ১৩ টি ইউনিয়ন ৮৯ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭৬ জন ও সাধারণ সদস্য পদে ৫১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

অপরদিকে হালুয়াঘাটের ১০টি ইউনিয়নে ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ওই উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৬৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদিকে, ধোবাউড়া উপজেলার সাত ইউনিয়নে ৩৯ চেয়ারপদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়াও সাত ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৬ জন ও সাধারণ সদস্য পদে ২৮১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলার তিন উপজেলার ৩০ টি ইউনিয়ন পরিষদেই আওয়ামী লীগের প্রার্থী থাকলেও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি বেশির ভাগ ইউপিতে প্রার্থী দিতে পারেনি। তবে ইসলামিক শাসনতন্ত্র ও জাকের পার্টি অনেক ইউপিতেই নিজেদের প্রার্থী দিয়েছে।

প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩০ ইউনিয়নে ভোট গ্রহনের কথা রয়েছে।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ