20.7 C
আবহাওয়া
৭:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১০হাজার চোরাই টি-শার্ট উদ্ধার

চট্টগ্রামে ১০হাজার চোরাই টি-শার্ট উদ্ধার

গাজীপুর থেকে ১০হাজার চোরাই টি-শার্ট চট্টগ্রামে উদ্ধার

বিএনএ,চট্টগ্রাম: রাজধানীর গাজীপুর থেকে চুরি হওয়া ১০ হাজার ৯০ পিস টি-শার্ট উদ্ধার করেছে সিএমপির বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার সময় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকা থেকে তিনটি কাভার্ডভ্যান থেকে এসব রপ্তানি পণ্য উদ্ধার করে পুলিশ।বুধবার (১৮ সেপ্টেম্বর) পুলিশ গনমাধ্যামকে এসব চুরি হওয়া পণ্য উদ্ধারের কথা জানান।

এ ঘটনায় আটককৃতরা হলেন- নগরীর ডবলমুরিং থানাধীন রঙ্গিপাড়ার শফি ভিলার বাসিন্দা মৃত জামাল উদ্দিনের ছেলে মোশারফ (২৪), হালিশহর থানাধীন আগ্রাবাদ ছোটপুলে বাবুল ইনচার্জের কলোনি বাসিন্দা মো. আবু তাহের ছেলে মো. আজাদ (৩৬) এবং ডবলমুরিং থানাধীন চৌমুহনী পান্না পাড়ার লিজা ভবনের বাসিন্দা মো. ফারুক হাসানের ছেলে মো. গণি (২৯)।

পুলিশ জানায়, রাজধানীর গাজীপুরের প্রতিষ্ঠান ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড রপ্তানির জন্য ১ হাজার ৯ কার্টনে ১০ হাজার ৯০ পিস টি-শার্ট চট্টগ্রামের কেডিএস ডিপোতে আনার জন্য এস আর কার্গো এন্ড ক্যারিয়ার থেকে একটি কাভার্ভভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৮৫৪২) ভাড়া করে। ওই গাড়ির চালকের দায়িত্বে ছিল রিয়াদ মিয়া নামের এক ড্রাইভার। তবে পণ্যবাহী ওই গাড়িটি ঢাকা থেকে চট্টগ্রামে আসার পর সরাসরি ডিপোতে না গিয়ে পথিম্যধ্যে কোথাও পণ্য নামিয়ে ওই খালি গাড়িটি কেডিএস ডিপোর পার্কিংয়ে রেখে পালিয়ে যায়।

তবে গাড়ির পেছনে দরজায় একটি নম্বর লেখা ছিল। সেই নম্বরে ফোন করা হলে হারুন নামের এক ব্যাক্তি জানায় গাড়ির সব পণ্য চুরি করা হয়েছে। পণ্যগুলো পেতে হলে নগদ অর্থ দিতে হবে। ওই হারুন নামের ব্যক্তি আরো উল্লেখ করে তার সাথে মাসুম এবং চশমা জামাল নামে দুজন ব্যক্তি রয়েছে। তাই এই ব্যাপারে কোন চালাকি যেন না করা হয়।এই ঘটনা জানার পরপরই গার্মেন্টস মালিক পক্ষ, নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ, বিজিএমইএ, পুলিশ প্রশাসন তৎপর হয়ে পণ্যের খোঁজ শুরু করে। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় চট্টগ্রাম থেকে চুরি যাওয়া সব পণ্য অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বলেন, গার্মেন্টস রপ্তানি পণ্য চুরি হওয়ার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ তৎপর হয়ে জড়িতদের খোঁজা শুরু করে। পরে হামজারবাগ থেকে ওই গার্মেন্টস পণ্যগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ