14 C
আবহাওয়া
১১:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » আমদানিকারকদের হয়রানি করা হলে কঠোর ব্যবস্থা-কমিশনার,চট্টগ্রাম কাস্টমস

আমদানিকারকদের হয়রানি করা হলে কঠোর ব্যবস্থা-কমিশনার,চট্টগ্রাম কাস্টমস

চট্টগ্রাম কাস্টমসে

চট্টগ্রাম: চট্টগ্রাম কাস্টমসের নতুন কমিশনার হিসেবে মো. জাকির হোসেন যোগ দিয়েছেন। ১৫ সেপ্টেম্বর তিনি কমিশনার হিসেবে নিযুক্ত হলেও মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) থেকে তিনি কার্যক্রম শুরু করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো. আহসান উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. জাকির হোসেনকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

কমিশনার জাকির হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “আইন ও বিধিবিধান মেনে যথাযথ শুল্ক আদায় নিশ্চিত করা হলে কেউ হয়রানির শিকার হবে না। আমি শুল্ক আদায়ের ক্ষেত্রে ন্যায্যতা ও স্বচ্ছতার ওপর জোর দেবো। অতিরিক্ত রাজস্ব আদায় আমাদের লক্ষ্য নয়, আবার কম রাজস্ব আদায়ও কাম্য নয়। যেকোনো ফাইলে দ্রুত সঠিক সিদ্ধান্ত প্রদান করা হবে, তা হোক পজিটিভ বা নেগেটিভ, যাতে রাষ্ট্র ও ব্যবসায়ী— উভয়ই উপকৃত হয়।”

তিনি আরও বলেন, “শুল্কায়নের প্রক্রিয়ায় কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিতে পারে, যা নতুন বা অদক্ষ কর্মকর্তাদের জন্য জটিল হতে পারে। এ ধরনের জটিলতা নিরসনের জন্য সিনিয়র ও অভিজ্ঞ কর্মকর্তাদের সহায়তা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো কর্মকর্তা যদি উদ্দেশ্যমূলকভাবে ফাইল আটকে রাখে বা আমদানিকারকদের হয়রানি করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

মো. জাকির হোসেন চট্টগ্রাম কাস্টমসের পূর্ববর্তী কমিশনার মো. ফাইজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি বর্তমানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা) দক্ষিণে বদলি হয়েছেন।এর আগে তিনি রাজশাহীর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ