18 C
আবহাওয়া
১:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশ নারী ‘এ’ দল

শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশ নারী ‘এ’ দল

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ নারী ‘এ’ দলের পরাজয়

স্পোর্টস ডেস্ক : সিরিজ জয়ের পর ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ নারী ‘এ’ দল চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলংকা নারী ‘এ’ দলের কাছে ১৯ রানে হেরেছে। প্রথম তিনটি ম্যাচে যথাক্রমে ৭ উইকেট, ১০৪ রানে ও ১০ রানে জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছিল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর থুরস্টান কলেজ গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকা নারী দল ৯ ওভারে ৪০ রানে ৪ উইকেট হারায়। বাংলাদেশের লেগ-স্পিনার ফাহিমা খাতুন ২টি উইকেট নেন।

এরপর অধিনায়ক সাথিয়া সন্দীপনির ৪৬ রানের অপরাজিত ইনিংস এবং পিউমি ভাতসালা ও মালশা শেহানির সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ জুটিতে শ্রীলংকা ২০ ওভারে ৫ উইকেটে ১২৪ রানের সম্মানজনক স্কোর করে। পিউমি ২৯ এবং মালশা ২১ রান করেন। বাংলাদেশের মারুফা আকতার ও ফাহিমা ২টি করে উইকেট নেন, আর জাহানারা আলম নেন ১টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ পাওয়ার প্লেতে ২১ রানে ৩ উইকেট হারায়। শামীমা সুলতানা ও তাজ নাহারের ৩৫ রানের চতুর্থ উইকেট জুটি শুরুর ধাক্কা সামাল দিলেও, ৫৬ রানে চতুর্থ উইকেট পতনের পর বাংলাদেশের ব্যাটিং ধসে যায়। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয় তারা।

বাংলাদেশের পক্ষে শামীমা ৩৮, তাজ ১৫ এবং স্বর্ণা আকতার ১৯ বলে ২৮ রান করেন।

আগামী বৃহস্পতিবার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ