30 C
আবহাওয়া
৫:৫৬ পূর্বাহ্ণ - মে ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

কুমিল্লায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১


বিএনএ, কুমিল্লা : কুমিল্লায় আওয়ামী লীগের দুই গ্রুপের টেটাযুদ্ধে নিজাম সরকার (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়।

আহতরা হলেন, আনিস সরকার (১৮), টিটু সরকার (২৮) সুমন (২৫), দেলোয়ার (২৮), ইব্রাহিম (৩০), রমজান (৩৫) শাকিল (২২), খালেদ হাসান (১৯), হানিফ (৪৫) ও ওয়াসিম (৩৫)।

নিহত নিজামের বাড়ি উপজেলার নলচর গ্রামে। তার বাবার নাম মৃত আক্কাস মেম্বার। চালিভাঙা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তিনি।

এলাকাবাসী জানায়, সকালে চালিভাঙায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে যান নিজাম। সেখানে যাওয়ার পর তাকেও টেটাবিদ্ধ করে প্রতিপক্ষ। নিজাম ছাড়াও বেশ কয়েকজন আহত হন। তাদের সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তখন চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।

বিএনএ/ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ