20 C
আবহাওয়া
১১:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » আজ বিদায় নিলেন দোরাইস্বামী

আজ বিদায় নিলেন দোরাইস্বামী

বাংলাদেশে কোনো অস্থিরতা দেখতে চায় না ভারত: দোরাইস্বামী

বিএনএ, ঢাকা : প্রায় দুই বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি নিজেই টুইট করে বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন।

টুইটে দোরাইস্বামী লিখেছেন, ‘আমাদের প্রতিদিনের প্রেরণা…আমরা যে পতাকা পরিবেশন করি। বিদায় টিম ভারতীয় হাইকমিশন ঢাকা। এই পতাকাকে উড্ডীন রাখুন।

সাবেক হাইকমিশনার রীভা গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশে আসেন দোরাইস্বামী। বাংলাদেশে প্রবেশের তিন দিনের মাথায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।

এদিকে দোরাইস্বামীর পরিবর্তে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা দায়িত্ব পালন করতে আগামী বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় আসার কথা রয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ