21 C
আবহাওয়া
১১:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীরা পাবে ফাইজারের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীরা পাবে ফাইজারের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীরা পাবে ফাইজারের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২০ দিনের মধ্যে স্কুলগামী ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেয়া শুরু হবে । আমরা খুব দ্রুতই এই টিকা প্রদান কার্যক্রম শুরু করে দেব। করোনা নিয়ন্ত্রণে আছে বলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে এবং শিল্পকারখানা সচল রয়েছে বলে অর্থনৈতিক চাকা সচল আছে।

শনিবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার কার্যালয় প্রাঙ্গণে পৌরসভার উন্নয়নমূলক কাজের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আজই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক আগামী সপ্তাহেই শিশুদের টিকা দেয়ার বিভিন্ন কার্যক্রম শুরু করা হবে। আর ১৫ থেকে ২০ দিনের মধ্যেই টিকা দেয়া শুরু হবে।’

মতবিনিময় সভায় পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার গোলাম মো. আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল বক্তব্য দেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ