30 C
আবহাওয়া
১:৫৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » ক্রিকেটকে বিদায় জানালেন ট্রেগো

ক্রিকেটকে বিদায় জানালেন ট্রেগো

ক্রিকেটকে বিদায় জানালেন ট্রেগো

বিএনএ,স্পোর্টসডেস্ক :সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন পিটার ট্রেগো। ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে দাঁপিয়ে বেড়িয়েছেন এই বোলিং অলরাউন্ডার। ইংলিশ কাউন্টিতে খেলার পাশিপাশি খেলেছিনেল ঢাকা প্রিমিয়ার লিগে ও বিপিএলেের উদ্বোধনী আসরেও ।

ক্যারিয়ারের শুরুর দিকে কেন্ট এবং মিডলসেক্সে খেলেছেন পিটার ট্রেগো। এরপর সামারসেটের গ্রেট হিসেবে বিবেচিত হয়েছিলেন এই ৪০ বছর বয়সি এই  খেলোয়াড়। ন্যাটিংহামশায়ারের হয়ে খেলে ক্যারিয়ারের শেষ দিকে।

মূলত তিনি মারকূটে ব্যাটসম্যান, এর পাশাপাশি দলের বিপদেও করতেন কার্যকর বোলিং। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং গড়ে ২২৩ ম্যাচে ১৫ সেঞ্চুরিতে করেন ৯ হাজার ৬৪৪ রান। উইকেট ৩৯৫টি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০৬ ম্যাচে ১০ সেঞ্চুরিতে রান ৫ হাজার ৫৭, গড় ৩১.৮০। উইকেট ১৭৩টি। টি-টোয়েন্টিতে ২১১ ম্যাচে ১২৫.৭৮ স্ট্রাইক রেটে রান ৪ হাজার ১২৭। উইকেট ৭৮টি।

বাংলাদেশের ক্রিকেটে ২০১১ সালে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেছিলেন পিটার ট্রেগো। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী মৌসুমে সিলেট রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ