22 C
আবহাওয়া
১:২৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে নতুন শনাক্ত ৬৩

চট্টগ্রামে নতুন শনাক্ত ৬৩


বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৩ জনের। এদিন করোনায় কারো মৃত্যু হয়নি।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭১৮ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২৯ জন এবং উপজেলার ৩৪ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুইজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে ইপিক হেলথ কেয়ার ল্যাবে চারজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের সাতজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১ লাখ ১ হাজার ২৩৫ জন। এর মধ্যে নগরে ৭৩ হাজার ৩৫৭ জন এবং উপজেলা পর্যায়ে ২৭ হাজার ৮৭৮ জন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১ হাজার ২৭৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭০৬ এবং উপজেলায় ৫৭৩ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ