17 C
আবহাওয়া
১০:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর


বিএনএ ফেনী(চট্টগ্র্রাম):ঘুরতে গিয়ে মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় কাভার্ডভ্যানচাপায় ছাগলনাইয়ার দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খান সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পশ্চিম ছাগলনাইয়া গ্রামের (সুবেদারি রাস্তার মাথা) সিরাজুল ইসলামের ছেলে আজাহারুল ইসলাম অপু (২৫) এবং উত্তর মন্দিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইদুল হোসেন।

সাইদুল হোসেনের চাচাতো ভাই মেহেদী হাসান ইমন জানান, দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বারইয়ারহাট ঘুরতে যাচ্ছিলেন।
পথে খান সিটি সেন্টারের সামনে কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে অপুর মৃত্যু হয়। আর সাইদুল হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।। দুই বন্ধু মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতেই তাদের মরদেহ নিজ নিজ গ্রামে দাফন করা হয়।

চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর খবর পেয়েছি। মোটরসাইকেলটিকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
বিএনএ/এবিএম নিজামউদ্দীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ