17 C
আবহাওয়া
৯:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে আর্থিক অনট‌নে যুব‌কের আত্মহত্যা

মিরসরাইয়ে আর্থিক অনট‌নে যুব‌কের আত্মহত্যা

মিরসরাইয়ে আর্থিক অনট‌নে যুব‌কের আত্মহত্যা

বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগ‌ঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আলিম উল্যাহ (৩০) নামে এক যুবক। শুক্রবার (১৮ আগষ্ট) সকাল ৭টায় উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড চুনিমিঝিরটেক গ্রামের মাওলানা আবদুস সোবহান মৌলবি বাড়িতে এই ঘটনা ঘ‌টে।

নিহত যুবক আলিম উল্যাহ ওই এলাকার গুয়ামিয়ার ছেলে।

পরিবার জানা গে‌ছে, আলিমউল্যা (৩০) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় দেখে জোরারগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়। পরে পরিবার আলিম উল্লাহর মানসিক চিকিৎসার ব্যবস্থাপত্র দেখা‌লে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়।

আলিম উল্লাহর আত্মীয় ইঞ্জিনিয়ার তারেক আজিজ জানান, বেশ কিছু‌দিন ধরে আলিম উল্লাহ মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, পরিবারে আর্থিক অভাব অনটনের কারণে আলিম উল্লাহ মানসিক হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছে। তার বাবা ও স্ত্রী থানায় এসে জানায় তাদের কোন অভিযোগ নেই। এরপর দাফনের জন্য মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন, বিএম

Loading


শিরোনাম বিএনএ