25 C
আবহাওয়া
২:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার

ধামরাইয়ে বংশী নদীর পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর থেকে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। বুধবার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গুলিয়াখালী সাগর উপকূল থেকে ভেসে আসা এ মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ভেসে আসা শিশুর বয়স ১২-১৩ হতে পারে। নৌকাডুবিতে নিহত রোহিঙ্গার মরদেহ ধারণা করে তাকে কোষ্টগার্ডের মাধ্যমে ভাসানচর থানায় পাঠিয়ে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে মেয়েটিকে শনাক্ত করা গেছে, সে নোয়াখালীর ভাসানচর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিহত রোহিঙ্গা দলের সদস্য। তবে তার নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

উল্লেখ, শুক্রবার (১৩ আগস্ট) গভীর রাতে ভাসানচর থেকে দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ২৩ জন রোহিঙ্গা নিখোঁজ হন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ