19 C
আবহাওয়া
৩:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মাছের অভয়াশ্রম রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি নদভী

মাছের অভয়াশ্রম রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি নদভী

মাছের অভয়াশ্রম রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি নদভী

বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম): চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী বলেছেন, দেশের মৎস্য খাতে প্রবৃদ্ধি অভাবনীয়। অন্যান্য সব খাতের মতো মৎস্য খাতেও আমাদের সাফল্য অন্যতম। মাছের অভয়াশ্রম এবং দেশিয় প্রজাতির ছোট ছোট মাছ সংরক্ষণে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বুধবার (১৮্কাআগস্লেট)  উপজেলা পরিষদের পুকুরে মৎস্য বিভাগের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে মৎস্য খাতে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষিত তরুণরা নিজেরাই মৎস্য খামার করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে পারেন।

এরআগে উপজেলা পরিষদ মিলনায়তনে নিজস্ব তহবিল থেকে গরীব অসহায়দের মাঝে নগদ অর্থ (ঐচ্ছিক), প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার আওতায় পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবির ঋণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ঢেউটিন বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোরশেদ আলম, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজন দে, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, মোজাম্মেল হক, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, সাতকানিয়া ইউসিসিএ লিমিটেডের সভাপতি মো. এরফানুল করিম চৌধুরী, ইউপি চেয়ারম্যানদের মধ্যে মাদার্শার আ.ন.ম সেলিম উদ্দীন চৌধুরী, সোনাকানিয়ার আলহাজ¦ নূর আহমদ চৌধুরী, ছদাহার মোসাদ হোসাইন চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, পিআইও কামরুল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিম শরীফ, বিআরডিবির কর্মকর্তা মো. জহির উদ্দীন ভুঁইয়া। অন্যান্যদের মধ্যে পৌর কাউন্সিলর আরফাত উল্লাহ, মো. নুরুল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক হারেজ মোহাম্মদ, পৌর ছাত্রলীগের আহŸায়ক মো. ইদ্রিস, সাবেক ছাত্রনেতা মো. আনিস, যুবলীগ নেতা কায়সার হামিদ অভি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ