32 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - মে ৩০, ২০২৪
Bnanews24.com
Home » শিল্পপতি আনোয়ার হোসেন আর নেই

শিল্পপতি আনোয়ার হোসেন আর নেই

শিল্পপতি আনোয়ার হোসেন আর নেই

বিএনএ ডেস্ক :দেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান আনোয়ার গ্রুপের চেয়ারম্যান সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন আর নেই  ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আনোয়ার গ্রুপের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে আনোয়ার হোসেনের জানাজার নামাজের পর দাফন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি ডিমনেশিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ১৯৬৮ সালে তিনি আনোয়ার সিল্ক মিলস প্রতিষ্ঠা করে মালা শাড়ি বাজারে আনেন।আনোয়ার গ্রুপ এখন বস্ত্র, পাট, সিমেন্ট, ইস্পাত, ব্যাংক, বীমা, গাড়ি, আবাসন, অবকাঠামো ও আসবাবসহ বিভিন্ন ধরনের পণ্য ও সেবা খাতের ব্যবসার সাথে যুক্ত।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ