26 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনএ ঢাকা: করোনা পরিস্থিতি অনুকূলে এলে সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার(১৮ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি।

সে সময় প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয় দ্রুত সময়ের মধ্যে স্কুলগুলোও খুলে দেয়ার ব্যবস্থা করতে হবে। শিশুরা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব পদক্ষেপ নিতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করার জন্য তাগিদ দেন তিনি।

সভায় সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছে। আবাসনসহ অন্যান্য সুযোগ সুবিধা বেড়েছে। এখন দেশের জন্য দেয়ার পালা। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স আনতে হবে। কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না বলে জানান সরকার প্রধান।

সভায় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) বাস্তবায়নে সচিবদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এ পর্যন্ত গত ১৭ মাসে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ অব্যাহত থাকায় সবশেষ শিক্ষা প্রতিষ্ঠানের চলমান সাধারণ ছুটি আগামি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ