বিএনএ, খুলনা : দেশের প্রতিটি মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মসজিদ পরিচালনা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত একটি নীতিমালা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (১৮ জুলাই) খুলনায় বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা জানান, মসজিদে ইমাম নিয়োগ ও বরখাস্ত প্রক্রিয়া নির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালিত হবে। এছাড়া ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ইমাম, মুয়াজ্জিনসহ মসজিদে কর্মরত অন্যান্যদের উপযুক্ত বেতন-ভাতা প্রদানের সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ‘অনেক মসজিদের ফান্ডে প্রচুর অর্থ থাকলেও ইমামদের বেতন কম, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
ড. খালিদ হোসেন আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনে এখন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে এবং কার্যক্রমগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। তিনি ইমামদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনায় সন্ত্রাস, মাদক, নারী নির্যাতনসহ সমাজবিরোধী কর্মকাণ্ডের কুফল তুলে ধরতে হবে। পাশাপাশি হালাল জীবিকার গুরুত্ব সম্পর্কেও মুসল্লিদের সচেতন করতে হবে।’
বিএনএনিউজ/এইচ.এম।