বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল বিল্ডিংয়ে কাজ করার সময় ভবন থেকে পড়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, মো হাসান, ফখরুল ইসলাম ও রাশেদ।
নিহতদের মধ্যে মো হাসানের বাড়ি নোয়াখালীর চরজব্বর, ফখরুল ইসলামের বাড়ি নোয়াখালীর সুর্বণচর এবং রাশেদের বাড়ি নোয়াখালীর চরজব্বর এলাকায়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনএনিউজ/এইচ.এম।