বিশ্ব ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার শরীরে এই ভাইরাসের মৃদু উপসর্গ দেখা দিয়েছে।
প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরের বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
কারিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের করোনার টিকা নেওয়া আছে। এর আগেও দুবার তার কোভিড পরীক্ষায় পজিটিভ এসেছিল।
৮১ বছর বয়সী বাইডেনকে বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে সমর্থকদের সাথে দেখা করতে এবং একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখা গেছে। এরপরই তার করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। পরে রাতে প্রচারণার ভাষণ বাতিল করেছেন তিনি।
গত জুনের শেষ সপ্তাহে প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে হেরে এমনিতেই চাপে আছেন বাইডেন। এর মধ্যে ট্রাম্প নির্বাচনী প্রচারে গিয়ে হামলার শিকার হলে তার ওপর রাজনৈতিক চাপ বাড়ে আরও।
বাইডেনের প্রতিপক্ষ বলছে, বয়সসহ সবমিলিয়ে তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে না লড়লে সেটাই হবে ইতিবাচক। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে চাইছেন অনেকে। তবে বাইডেন বলে আসছেন, তিনি ভোটে লড়বেন এবং জয়ীও হবেন।
প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জানান, বাইডেন ডেলাওয়ারে বাসায় আইসোলেশনে থাকার পরিকল্পনা করেছেন। তিনি সেখান থেকেই দাপ্তরিক কাজ সারবেন।
বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের শ্বাসকষ্টের উপসর্গ আছে। সর্দি এবং কাশি আছে তার।
এক এক্স–বার্তায় বাইডেন তার জন্য শুভ কামনা জানানোয় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুস্থ হয়ে আবার আমেরিকার জনগণের জন্য কাজ করব।
বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা