26 C
আবহাওয়া
৯:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » আজ বন্ধ থাকবে মার্কিন দূতাবাস

আজ বন্ধ থাকবে মার্কিন দূতাবাস

america embassy

বিএনএ ডেস্ক: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে বৃহস্পতিবার (১৮ জুলাই) সাধারণ মানুষের জন্য দূতাবাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বুধবার (১৭ জুলাই) এক সতর্ক বার্তায় এসব ঘোষণা দেওয়া হয়েছে। রাতে দূতাবাসের ওয়েবসাইটেও ওই বার্তা প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে ঢাকাসহ আশেপাশের এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে চলমান আন্দোলন সহিংস হয়ে উঠেছে। এখন পর্যন্ত সারাদেশে কয়েকজন নিহত ও হাজারের বেশি আহত হয়েছেন। পরিস্থিতি ভয়াবহ। বিক্ষোভের কারণে ঢাকায় যান চলাচলে সমস্যা হতে পারে এবং এতে ঘরে বাহিরে আসা কঠিন হয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সহনশীল আচরণ করা উচিত এবং বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় ভ্রমণের পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনা করা উচিত। এছাড়াও বিক্ষোভ এবং বৃহৎ জমায়েত হয় এমন জায়গা এড়িয়ে যাওয়া ভালো।

এতে আরও বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার মার্কিন দূতাবাস সাধারণের জন্য বন্ধ থাকবে। দূতাবাসকর্মীদের কূটনৈতিক এলাকার মধ্যেই অবস্থান করতে অনুরোধ করতে বলা হচ্ছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ