17 C
আবহাওয়া
৫:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ‘ইন্ডিয়া’ নামে ভারতে বিরোধী জোটের আত্মপ্রকাশ

‘ইন্ডিয়া’ নামে ভারতে বিরোধী জোটের আত্মপ্রকাশ


বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে কংগ্রেস-সহ দেশের ২৬টি বিরোধী দলের নেতারা মিলে তাদের জোটের নাম ‘ইন্ডিয়া’ হবে বলে ঘোষণা করেছেন। ব্যাঙ্গালোরে কংগ্রেস-সহ বিরোধী দলগুলোর বৈঠকের দ্বিতীয় তথা শেষ দিনে মঙ্গলবার (১৮ জুলাই) বিরোধী জোটের এই নামকরণ চূড়ান্ত করা হয়।

এই ‘ইন্ডিয়া’ শব্দটির পুরো কথাটা হল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স।

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানিয়েছেন, আলোচনায় কংগ্রেসের রাহুল গান্ধীই প্রথম এই ‘ইন্ডিয়া’ নামটি সুপারিশ করেছিলেন।

বৈঠক শেষ হওয়ার পর মঙ্গলবার বিকেলে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেন, “এনডিএ আর বিজেপি – আপনাদের কি ক্ষমতা আছে আমাদের ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করার?”

ওই সাংবাদিক সম্মেলনে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে জানান, পাটনা ও ব্যাঙ্গালোরের পর বিরোধী দলগুলোর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে মুম্বাইতে।

সেখানে বিরোধী শিবিরের মধ্যে নানা বিষয়ে সমন্বয় স্থাপনের জন্য ১১জন সদস্যকে নিয়ে একটি কো-অর্ডিনেশন কমিটিও গঠন করা হবে।

আজকের সাংবাদ সম্মেলনে খাড়গে ও ব্যানার্জি ছাড়াও আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) নেতা উদ্ধব ঠাকরে ও সাবেক কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীও ভাষণ দিয়েছেন।

মঞ্চে ছিলেন এনসিপি নেতা শারদ পাওয়ার কিংবা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও।

তবে যে ২৬টি বিরোধী দল আলোচনায় অংশ নিয়েছিল, তার বেশ কয়েকটির নেতাদের ওই সভায় দেখা যায়নি। মল্লিকার্জুন খাড়গে দাবি করেন, ফেরার বিমান ধরার তাড়া ছিল বলেই কয়েকজন সেখানে থাকতে পারেননি।

তবে ‘ইন্ডিয়া’ নামের এই বিরোধী জোটের নেতা কে হবেন বা প্রধানমন্ত্রী পদে তাদের কোনও একজন প্রার্থী থাকবে কি না – এই প্রশ্ন বিরোধী নেতারা সবাই এড়িয়ে গিয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ