31 C
আবহাওয়া
৬:৫৯ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » খামারে গরু নেই, পাহাড়ে পাওয়া গেছে চামড়া-হাড়গোড়

খামারে গরু নেই, পাহাড়ে পাওয়া গেছে চামড়া-হাড়গোড়

খামারে গরু নেই, পাহাড়ে পাওয়া গেছে চামড়া-হাড়গোড়

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় কালু মিয়া নামের এক খামারির এক‌টি ফিজিয়ান গাভী নিয়ে যায় চোরের দল। পরে ঘরের পাশের পাহাড়ে গরুটি জবাই করে হাড়গুলো রেখে গোস্ত নিয়ে যায় তারা। পাহাড়ে পাওয়া গেছে চুরি হওয়া গরুর চামড়া-হাড়গোড়।

মঙ্গলবার (১৮ জুলাই) আগের রাতে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের খানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় মৃত ইসলাম খানের ছেলে কালু মিয়া প্রতিবছর গরু পালন করে আসছেন।

ক্ষতিগ্রস্ত কালু মিয়া জানান, আমার ঘরের একটু পাশেই গরুর গোয়াল ঘর। সেখানে দু’টি গরু ছিলো। সেখান থেকে গত রাত আনুমানিক ৪টার দিকে কে বা-কারা আমার একটি গরু নিয়ে যায়। পরবর্তীতে সকালে পাহাড়ে গরুটির মাথা, পা এবং হাড়গুলো পাওয়া যায়। আমি এসব এলাকার মানুষদের দিয়ে ফেলি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, আমি যোগদান করার পর থেকে যেভাবে জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জুয়াড়িদের দমন করার চেষ্টা করছি ঠিক একইভাবে গরু চুরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। আর বৈরাগের গরু চুরির বিষয়টি এখনো শুনি নাই আমি এ বিষয়ে খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেব।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ