25 C
আবহাওয়া
৮:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ


বিএনএ, ঢাকা: পদযাত্রা ও শান্তি সমাবেশ ঘিরে রাজধানীর মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের তুমুল সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার(১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের কাছে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে বাংলা কলেজের সামনে সকাল থেকে জড়ো হচ্ছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়ায়।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়।বিএনপির কিছু কর্মী সে সময় একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেয়। বিএনপির বিক্ষুব্ধ কিছু কর্মী তখন একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ