16 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লার অস্ত্রধারী সেই জুয়েল কারাগারে

কুমিল্লার অস্ত্রধারী সেই জুয়েল কারাগারে

কুমিল্লার অস্ত্রধারী সেই জুয়েল কারাগারে

বিএনএ,কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া মনিরুজ্জামান জুয়েলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  সোমবার ( ১৮ জুলাই ) কুমিল্লা যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের বিচারক সমরেশ শীল ৩টি চেক ডিজঅনারের মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন।

আদালত পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ‘চৌদ্দগ্রাম থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি মনিরুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের বিচারক সমরেশ শীল ৩টি চেক ডিজঅনারের মামলায় তাকে কারাগারে পাঠান।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘চেক ডিজওনারের মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। ফলে, আগে থেকেই তাকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছিলাম। রোববার গোপন সংবাদেরভিত্তিতে তার অবস্থান জানতে পেরে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল মজুমদারের গাড়ির ওপরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েলের রাইফেল হাতে ২টি ছবি ফেসবুকে শেয়ার করেন চেয়ারম্যান। ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পরে সেই অস্ত্র, গুলি, তার লাইসেন্স ও জুয়েল স্বাক্ষরিত সম্মতিপত্র চৌদ্দগ্রাম থানায় জমা দেন মনিরুজ্জামান জুয়েলের স্ত্রী ফারজানা হক নিঝুম।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ