17 C
আবহাওয়া
১০:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » কন্ঠশিল্পী এস আই টুটুলের সঙ্গে তানিয়ার ডিভোর্স

কন্ঠশিল্পী এস আই টুটুলের সঙ্গে তানিয়ার ডিভোর্স

কন্ঠশিল্পী এস আই টুটুলের সঙ্গে তানিয়ার ডিভোর্স

বিএনএ ডেস্ক: কণ্ঠশিল্পী এস আই টুটুল এর দ্বিতীয় বিয়ের খবরে শোবিজ জগৎ এর মানুষদের চিন্তায় পেলে দিয়েছে। এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শোবিজের লোকজন। তাদের ভক্তরাও যেন চমকে গেছেন।

এস আই টুটুল ও তানিয়া আহমেদকে শোবিজে আদর্শ ও সুখী দম্পতি ভাবা হতো। ১৯৯৯ সালের ১৯ জুলাই সংগীতশিল্পী এস আই টুটুলের সাথে বিয়ে করেন তানিয়া।টুটুল ছিল তানিয়ার দ্বিতীয় স্বামী। ঠিক ২৩ বছর পর জানা গেল তাদের সেই সংসার ভাঙনের খবর।

টুটুল আমেরিকা থেকে বিভিন্ন বার্তায় জানান, প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে ১ বছর হলো। টুটুল বলেন, ‘আমি তানিয়া সেপারেট ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়।তবে এই ডিভোর্সের ব্যাপারে মুখ খুলিনি আমি ও তানিয়া আহমেদ ।

শারমিনা সিরাজ এস আই টুটুল
শারমিনা সিরাজ এস আই টুটুল

টুটুল-তানিয়ার সংসারে আছে তিন সন্তান। তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরশ। আরও দুটি মেয়ে আছে আয়াত ও সামিয়া নামে। এই দুজনকে দত্তক নিয়েছিলেন তারা।

এদিকে জানা গেল আমেরিকা প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এস আই টুটুল। তার সঙ্গেই বর্তমানে নিউ ইয়র্কে থাকছেন এই গায়ক।

বিএনএ/ রিপন রহমান খাঁন

Loading


শিরোনাম বিএনএ