19 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মহেশখালীতে ৩টি ওয়ানশুটার গানসহ আটক ১

মহেশখালীতে ৩টি ওয়ানশুটার গানসহ আটক ১


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী সমুদ্র উপকূল এলাকা থেকে তিনটি ওয়ানশুটার গানসহ মো. হানিফ (২০) নামে একজনকে আটক করেছে র‌্যাব। রোববার (১৭ জুলাই) মাতারবাড়ী দক্ষিণ রাজঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭  জানায়, জব্দ করা অস্ত্র হানিফ মাদক কেনাবেচার সময় বেকআপ দেওয়া, প্রতিপক্ষ মাদক কারবারিদের ভয় দেখানো বা ফাঁসানো এবং এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশে ব্যবহার করত।

র‌্যাব আরও জানায়,   মাতারবাড়ী এলাকাটি কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ার উপকূলের কাছাকাছি। তাই এই উপকূলীয় অঞ্চলটিকে জলদস্যু-সন্ত্রাসীরা তাদের অভয়ারণ্য এবং অবৈধ অস্ত্র কেনাবেচার নিরাপদ আশ্রয় বলে মনে করে।

আটক আসামি এবং উদ্ধার করা অস্ত্র পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

বিএনএ/ ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ