32 C
আবহাওয়া
৯:৪৮ অপরাহ্ণ - জুলাই ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বিএনএ, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকালে মাহমুদপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম।

মারা যাওয়া নারীরা হলেন- লক্ষ্মীপুরের রায়পুরের চরআবাবিল গ্রামের প্রয়াত নূর মিয়ার স্ত্রী নূর বানু (৬০) ও তার মেয়ে বিলকিস বেগম (৪০)। তারা মাহমুদপুর বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দুজনেই গৃহকর্মী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আজ ভোরে নূর বানু বাড়ির উঠানে ঝাড়ু দিতে গেলে বৈদ্যুতিক লাইনের পাশে থাকা ধাতব খুঁটি ছুঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন৷ মায়ের চিৎকার শুনে পাশে থাকা মেয়ে তাকে ছুঁলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাদের মরদেহ উদ্ধার করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ