বিএনএ ডেস্ক: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নুর হোসেন প্রকাশ ভুট্টো (৪২) নামে সাবেক রোহিঙ্গা কমিউনিটির এক নেতাকে (সাব মাঝি) গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
শনিবার (১৭ জুন) রাত ১০ টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত নুর হোসেন প্রকাশ ভুট্টো ওই ক্যাম্পের আবদুস শুক্করের ছেলে। তিনি ওই ক্যাম্পের সাব মাঝি হিসাবে দায়িত্ব পালন করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে ১০-১২ জন সন্ত্রাসী নূর হোসেনকে ৩-৪ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন। দ্রুত উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ