বিএনএ, ঢাকা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তি শিক্ষার মাধ্যমে উদার প্রজন্ম গড়ে তুলবো। আমরা যে বীরের জাতি, তা সবসময়েই প্রমাণ করবো। মেড ইন বাংলাদেশ প্রযুক্তি পণ্য দিয়ে বিশ্বজয় করবো।
শনিবার (১৮ জুন) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন। রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই অনুষ্ঠান হয়।
পলক বলেন, শিগগিরই আমরা মুক্তিযুদ্ধ নিয়ে একটি এনিমেটেড ছবি উপহার দেবে আইসিটি বিভাগ।
প্রতিমন্ত্রী বলেন, করোনার সময় আমরা ডিজিাটাল সংযুক্তিতে দেশ সচল রাখা সম্ভব হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে এখন স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি। আসুন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে অর্থনৈতিক স্বাধীনতার পাশাপাশি সাংস্কৃতিক মুক্তি অর্জনে কাজ করি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিজিটাল সিকিউরিটি অ্যাজেন্সির মহাপরিচালক খায়রুল আলম। আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন্নাহার।
১৫০ বিজয়ীকে পুরস্কৃত করার মধ্য দিয়ে শেষ হলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মল হক। আর মন্ত্রীর হাতে পাটের তৈরি নৌকা উপহার দেয়া হয়।
বিএনএনিউজ/এইচ.এম।