বিএনএ ডেস্ক: পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে মারা গেছেন আরও ২ বাংলাদেশি। তারা হলেন, মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও মোসাম্মৎ রামুজা বেগম (৫৪)। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে জানানো হয়, শুক্রবার তাদের মৃত্যু হয়। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।
ধর্ম মন্ত্রণালয় জানায়, হেলাল উদ্দিন মোল্লার বাড়ি জয়পুরহাট সদরে। তার পাসপোর্ট নম্বর ‘ইই০৩৮৫৩৭৬’। রামুজা বেগমের বাড়ি কুমিল্লা আদর্শ সদরের ধনপুরে। তার পাসপোর্ট নম্বর ‘বিডাব্লিউ০৮৪৩৩২৮’। চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে মোট ৪ জন বাংলাদেশি মারা গেলেন। ১৬ জুন সৌদি আরবে মারা যান নুরুল আমিন (৬৪) এবং ১১ জুন মারা যান মো. জাহাঙ্গীর কবির।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালন করবেন।
গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।
বিএনএ/ এ আর