29 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে করোনায় ফের মৃত্যু হাজারের বেশি

বিশ্বজুড়ে করোনায় ফের মৃত্যু হাজারের বেশি

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৯১ হাজার ৭৪৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৫৩৫ জন।

শনিবার (১৮ জুন) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ১২৬ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩৯ হাজার ৩৪৫ জনের। সুস্থ হয়েছেন ৫১ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৬০৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৬৭৬ জন এবং মারা গেছেন ১৯৯ জন। তাইওয়ানে আক্রান্ত ৫৫ হাজার ২৬১ জন এবং মৃত্যু ১৫৪ জন। ফ্রান্সে আক্রান্ত ৫০ হাজার ৬০৫ জন এবং মৃত্যু ৪৩ জন। ইতালিতে আক্রান্ত ৩৫ হাজার ৪২৭ জন এবং মৃত্যু ৪১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ