20 C
আবহাওয়া
১০:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » করোনা : চট্টগ্রামে ৪ জনের মৃত্যুর দিনে আক্রান্ত ২২২

করোনা : চট্টগ্রামে ৪ জনের মৃত্যুর দিনে আক্রান্ত ২২২


বিএনএচট্টগ্রাম :  গত ২৪ ঘণ্টায় ( বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ১ হাজার ১৫১টি নমুনা পরীক্ষায় ২২২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ১৩৪ জন এবং উপজেলায় ৮৮ জন। এনিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৬৮৮ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে নগরে ৩ জন ও জেলায় ১ জন মৃত্যবরণ করেছে। শুক্রবার (১৮ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ল (চবি) ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষায় ৫২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৭০টি নমুনা পরীক্ষায় ৬০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় ১৪ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪৪টি নমুনা পরীক্ষায় ২২ জন, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭৪টি নমুনা পরীক্ষায় ৩০ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯টি নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষায় ৭ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৬টি নমুনা পরীক্ষায় ৮ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪৬টি নমুনা পরীক্ষায় ১১ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষায় ১২ জন,  মেডিকেল সেন্টার  ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডাসেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২২২ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬৮৮ জন। যাদের মধ্যে নগরে ৪৩ হাজার ৯৪২ জন এবং উপজেলায় ১১ হাজার ৭৪৬ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যুতে বেড়ে দাঁড়িয়েছে ৬৫৪ জন। যাদের নগরে ৪৫৯ জন এবং উপজেলায় ১৯৫ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ