25.4 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - মে ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সুড়ঙ্গ থেকে হামাস নেতা মুহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধার

সুড়ঙ্গ থেকে হামাস নেতা মুহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধার


বিএনএ, ডেস্ক : হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহ পাওয়া গেছে।গত সপ্তাহে খান ইউনিসে মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্য করে হামলা চালায় দখলদার সেনারা।হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই ছিলেন মোহাম্মদ সিনওয়ার।

টাইমস অব ইসরাইলসহ ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মোহাম্মদ সিনওয়ারের সঙ্গে তার আরও ১০ সঙ্গীর মরদেহ পাওয়া গেছে।

দখলদার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এক বৈঠকে জানিয়েছেন, তাদের বিশ্বাস মোহাম্মদ সিনওয়ার গত সপ্তাহে নিহত হয়েছেন।

গত বছরের অক্টোবরের মাঝামাঝিতে গাজার রাফার তেল সুলতানে দখলদার ইসরাইলি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে প্রাণ হারান ইয়াহিয়া। তার মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার হামাসের নেতৃবৃন্দের শীর্ষস্থানে চলে আসেন।তিনি হামাসের সামরিক শাখা ছাড়াও গাজার প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ