বিএনএ, নোবিপ্রবি: র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন। ২০২২-২৩ শিক্ষাবর্ষের নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যাতে সিনিয়র ব্যাচের দ্বারা জুনিয়র র্যাগিংয়ের শিকার না হয় সেজন্য এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার(১৮ মে) র্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইকবাল হোসাইন সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আগমন উপলক্ষে ক্যাম্পাসে সিনিয়র ব্যাচ কর্তৃক জুনিয়র ব্যাচকে র্যাগ দেয়া বিশ্ববিদ্যালয়ের আইন পরিপন্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। র্যাগিংয়ের সামান্যতম ঘটনার কথা শোনা গেলে কর্তৃপক্ষ যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে র্যাগিং থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হলো এবং নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
র্যাগিং সংক্রান্ত যেকোনো তথ্য নিম্নোক্ত ফোন নম্বরে প্রদান করার কথা বলা হয়েছে প্রক্টর দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে ।
০১৯১৮৯২৯২৫৭
০১৭৭৫১২৬০৯৭
০১৬৮১৭১৯৪৯৭
০১৮১৮৯৪২৮৮৮
০১৯৬৫৪৮৪৫০০
০১৭২৯৮৪৪৯৯৫
০১৭৯৮০৩৯৪০৬
০১৭৪১৪৪৬৪৩৩
০১৭২৫৮৩০৬৬৬
বিএনএ/ শাফি,ওজি