বিএনএ, চট্টগ্রাম: টিকটক প্রতারক গ্রুপের কবলে পড়ে ঝিনাইদহ থেকে অপহৃত কিশোরীকে রাউজান থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ৩ অপহরণকারীকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ মে) চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয় বলে বৃহস্পতিবার (১৮ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- ১। চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম ধলই এলাকার মৃত শ্যামল কুমার দে’র ছেলে সুজন দে প্রঃ বাবু দে (২৬), ২। রাউজান থানার সৌরভ সরকারের স্ত্রী মুক্তা দে (৩০) এবং ৩। হাটহাজারী থানার পশ্চিম ধলই এলাকার মৃত যতীন্দ্র লাল দে’র ছেলে রুপন দে (৪৭)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, টিকটক ভিডিওয়ে পরিচয়ের পর বাবু দে কিশোরীকে প্রায়শই তার মোবাইলে কল দিয়ে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন রকম কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি তার বাবা বাবুকে বিষয়টি বুঝিয়ে বলে এবং তার মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করে। এতে বাবু ক্ষিপ্ত হয়ে কিশোরীকে অপহরণ করার পরিকল্পনা করে। গত ১৩ মে ২০২৩ ইং বিকাল ৪টায় ভুক্তভোগী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ী হতে বের হয়ে ঝিনাইদহ পৌরসভার পাঁকা রাস্তার ওপর পৌছায়। এসময় বাবু দে তার সহযোগীদের নিয়ে কিশোরীকে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনা দেখতে পেয়ে কিশোরীর বান্ধবীরা বাড়ীতে এসে অপহরণের বিষয়টি তার বাবাকে জানায়। তখন কিশোরীর মা-বাবা তাকে কোথায়ও খুঁজে না পেয়ে অপহরণের ঘটনাস্থলে এসে জানতে পারে, তার মেয়েকে বাবু দে নামক এক যুবক তার সহযোগীদের সহায়তায় একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা স্বপন কুমার বিশ্বাস বাদী হয়ে গত ১৫ মে ২০২৩ইং ঝিনাইদহ সদর থানায় বাবু দে’কে প্রধান আসামী করে ৪ জন নামীয় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মেয়েকে উদ্ধার এবং অপহরণকারীদের আটকের জন্য বাবা স্বপন কুমার বিশ্বাস র্যাবে অভিযোগ দেয়। অপহরণকারীরা চট্টগ্রাম জেলার রাউজান এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গত ১৭ মে ২০২৩ ইং র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে সুজন দে প্রঃ বাবু দে (২৬), মুক্তা দে (৩০), এবং রুপন দে’কে (৪৭) আটক করে এবং কিশোরীর পিতার শনাক্ত মতে তার নাবালিকা মেয়েকে উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, অপহরণকারীরা অসৎ উদ্দেশ্যে নাবালিকা কিশোরী মেয়েকে ঝিনাইদহ থেকে অপহরণ করে চট্টগ্রাম এসে আত্মগোপন করেছিল। আটক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/বিএম